শেরে বাংলা মেডিকেলে করোনায় পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ২ রোগীর মৃত্যু।
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ এবং পজেটিভ থেকে নেগেটিভ হওয়া পৃথক ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে এই দুই রোগীর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৫ টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিল কুমার (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি গত ৫ জুন বেলা ১২ টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তার করোনা পজেটিভ পাওয়া যায় এবং চিকিৎসা সেবা প্রদান শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে। তবে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |