নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
|
![]() নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শুক্রবার বেলা ১২ টার দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় প্রায় শতাধিক গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নেয় । তাদের দাবি দীর্ঘ চার বছর ধরে দুর্গাপুর কমলাকান্দার ২৪ কিলোমিটার সড়ক সংস্কার না করে নানাভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান তালবাহানা করে আসছে । তার ওপর সংস্কারের নামে পুরো রাস্তায় খুরোখুরি করে রাখায় বৃষ্টির পানি জমে বিভিন্ন স্থানেই তৈরি হয়েছে বড় বড় খানাখন্দে । এসব খানাখন্দে ছোট-বড় বিভিন্ন গাড়ি বিকল থেকে শুরু করে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত । তাই দ্রুতই সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর । এই সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর শহরের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ মিয়া, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সভাপতি উপজেলা ছাত্র ইউনিয়ন সাহান আলী, ব্যবসায়ী আবু তাহের সহ প্রমুখ । উল্লেখ্য, ২০১৮ সালে ৫ ই আগস্ট দুর্গাপুর-কমলাকান্দা উপজেলার জনগণের দুর্ভোগ লাঘবে সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে কাজ শুরু করে ডলি কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান । মোট তিনটি প্যাকেজে চলমান এই কাজ শেষ হবার কথা ছিল গত বছরের ৫ ই মে । কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি আর অবহেলার কারণে দেড় বছরেও এই সড়কে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান । ফলে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে দিন পার করছে স্থানীয়রা । আর এই কাজের অগ্রগতি নিয়েও শঙ্কায় রয়েছেন স্থানীয়রা ।
|