সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় গুরদাসপুরে তিনজন নিহত
|
![]() বুলবুলআহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল – বনপাড়া মহা সড়কের তাড়াশ উপজেলার মান্নান নগর পেট্রোল পাম্পের সংলগ্ন একটি বিকল হয়ে পড়া নসিমন গাড়ি মেরামত করার সময় ট্রাকের ধাক্কায় নসিমনের চালকসহ তিন নিহত হয়েছে। সন্ধ্যা সাতটার সময় এ দূর্ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত বেগে ধাক্কা দিয়ে চলে যায় পরে স্থানীয়রা ছিন্নভিন্ন তিনটি লাশ উদ্ধার করে। নিহতরা হলেন,গুরুদাসপুর উপজেলার দড়িবামনগাড়া গ্রামের মো: ইছোব আলী ছেলে মনিরুল (৩৫), একই গ্রামের মৃত আয়াজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) এবং মোজার ছেলে শরিফুল ইসলাম( ২০)। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)নূরনবী জানান, নিহত তিনজন তাড়াশে নওগাঁ হাট থেকে গুরুদাসপুরে কাছিকাটায় দড়িবামনগাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে মান্নাননগর পেট্রোল পাম্পের কাছে তাদের বহনকারী নসিমন বিকল হয়ে পড়ে। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।তিনি জানান নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে মামলা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |