নাটোরের লালপুরে পদ্মা নদীতে অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার
|
![]() বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর মমিনপুর ঝাপড়া বটগাছ তলা নিচে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত মহিলার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ জুলাই) রাত্র ৯ টার দিকে লালপুর থানাধীন লালপুর ইউনিয়নের মমিনপুর ঝাপড়া বটতলার দক্ষিণ পাশে মৃত নুর মোহাম্মদ প্রামানিকের ছেলে ঈদবার আলীর ইটভাটার নিচে পদ্মা নদীর শাখা নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সের অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লালপুর থানা পুলিশের এসআই খাইরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে খবর দেন। লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে, থানায় নিয়ে এসেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায় নি।
|