বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি :- বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের সন্ধ্যা নদীতে ভেসে আসা এক যুবতীর লাশ উদ্ধার করতে সক্ষম হয় উজিরপুর মডেল থানা প্রশাসন। আজ রোজ শুক্রবার ০৩/০৭/২০ বিকেল ৪ টায় সন্ধ্যা নদীর কোল ঘেষে হারতা ইউনিয়নের বাবুল সরদারের বাড়ির সামনে ভেসে আসা অজ্ঞাত এক যুবতীর লাশ দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা প্রসাশনকে অবহিত করেন। যুবতীর পরনে ছিলেন সেলোয়ার-কামিজ উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি গায়ের রং সেমলা বর্নের ধরনা করা হয়েছে। লাশটি উদ্ধার করার সময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মডেল থানার তদন্ত অফিসার (ওসি) হেলাল উদ্দিন, হারতা ইউনিয়নের দায়িত্বরত এস আই মাহাতাব উদ্দিন, এসআই নিজাম উদ্দিন ও অফিসার বৃন্দ, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার হরেন রায়,ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, স্থানীয় ব্যেক্তিবর্গ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশালে প্রেরন করা হয়েছে। লাশটি সম্পর্কে জানতে চাইলে তদন্ত অফিসার ওসি হেলাল উদ্দিন তিনি বলেন সন্ধা নদীতে ভেসে আসা বেওয়ারিশ যুবতীর লাশ আমরা ঘটনা স্থলে এসে উদ্ধার করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত জানানো যাচ্ছেনা।
|