নাটোরে বনপাড়ায় অজ্ঞাত লাশ দাফন করলেন পুলিশ
|
![]() আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ ও বনপাড়া পৌর মেয়রের উদ্যোগে দাফন সম্পন্ন হয়েছে।বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে গত সোমবার রাতে বনপাড়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থা গতকাল সকালে তিনি মারা যান। আজ তার ময়না তদন্ত শেষে সন্ধ্যা ছয়টা বনপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম জানান,বর্তমান পরিস্থিতিতে করোনা আতঙ্কে কেউ তার মরদেহের কাছে এগিয়ে আসেনি। পরে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের সহযোগিতায় অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হয়।
|