বীরগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে ৭বছরের শিশুর মৃত্যু
|
![]() চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে টেলিভিশনের লাইন দিতে গিয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জগদল গ্রামের অনন্ত রায়ে শিশু সন্তান প্রশান্ত (৭) সকাল ৭টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরে টেলিভিশনের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় জানান, এই হৃদয়বিরাদক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |