বিরামপুরে করোনা বিজয়ী সাংবাদিক আকরাম হোসেনকে শুভেচ্ছা জানালেন- ইউ এইচ এফ পিও
|
![]() বিরামপুর দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত দিনাজপুর সাংবাদিক কল্যাণ টাষ্টের সভাপতি ও বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আকরাম হোসেনকে (৪৮) করোনা বিজয়ী হিসেবে শুভেচ্ছা জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী। সাংবাদিক আকরাম হোসেন পৌর শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার মরহুম আজগর আলী মন্ডলের ছেলে। গত ৭ই জুন সে করোনায় আক্রান্ত হয়েছিলেন । বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা করোনাজয়ী বীরের বাড়িতে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় করোনা থেকে সুস্থ্য হওয়া সাংবাদিক আকরাম হোসেনকে সুস্থ্যতার সার্টিফিকেট তুলে দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী।করোনাজয়ী সাংবাদিক আকরাম হোসেনকে এলাকাবাসী তখন হাত তালীর মাধ্যমে বরণ করে নেন। করোনা থেকে মুক্তি পাওয়া সাংবাদিক আকরাম হোসেন বলেন, ‘প্রায় ২৩ দিন নিজের সাথে যুদ্ধ করেছি। সরকারি বিধিবিধান মেনে চলেছি। প্রতিনিয়তই ইউএনও স্যার, ডাক্তারগণ আমার খোঁজ খবর নিয়েছেন। তাদের পরামর্শে আজকে আমাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, হোম আইসোলেশনে থাকার পর আমরা কয়েকবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। প্রতিটি পরীক্ষায় তার নেগেটিভ ফলাফল এসেছে। এজন্য আমরা আজকে তাকে করোনাজয়ী হিসেবে সুস্থ্যতার ছাড়পত্র দিয়েছি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |