নাটোরের মানুষিক ভারসাম্যহীন ১ ব্যক্তির লাশ উদ্ধার
|
![]() বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে জঙ্গল থেকে হাছেন শাহ নামে এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বুধবার (১লা জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামের মরঘাটি নামক স্থান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হাসেন শাহ শিধুলী গ্রামের মৃত ছইরদ্দিন শাহ ছেলে। হাসেন শাহ গত ২৬ জুন বাড়ি থেকে হারিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসে নাই। এ ঘটনায় পরদিন হাসেন শাহ বড় ছেলে খোকন শাহ গুরুদাসপুর থানা একটি জিডি করেন। ওই দিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গেল। এলাকাবাসি জানায়, বুধবার দুপুরে শিধুলী গ্রামের মৃত আস্তুল আলীর ছেলে জামাল হোসেন তার পুকুর দেখতে বিলে যায়। এ সময় পঁচা গন্ধ পেয়ে নিখোঁজ ব্যক্তির আত্বীয়-স্বজনকে বলে মরঘাটি নামক স্থানে কিসের যেন পঁচা গন্ধ বের হইছে। তার এমন কথা শুনে মৃত হাসেনের জেঠাতো ভাই জাহাঙ্গীর হোসেন এবং ইয়ানুস আলী ওই জঙ্গলে খুঁজতে আসে। অনেক খোঁজা-খুঁজির এক পযার্য়ে জাহাঙ্গীর ওই জঙ্গলের একটি খেজুর গাছে উঠে গলায় দড়ি দেওয়া অবস্থা তাকে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |