নবাবগঞ্জে স্বর্ণের দোকানির এসিডপানে শিশুর মৃত্যু
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: ‘মা’ মোর্শেদা বেগম’র সঙ্গে স্বর্ণের দোকানে গহনার তৈরী করতে গিয়ে ওই এসিডপানে মোছা.মোনতাহুল জান্নাত সাবা (৫) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ওই স্বর্ণের দোকান মালিক সাইফুল ইসলাম (৪০) কে আটক করেছে থানাপুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শহরের ‘সোমাজুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এই ঘটনাঘটে। শিশু মোনতাহুল জান্নাত সাবা উপজেলার বিনোদনগর নন্দনপুর গ্রামের শাহাজুল ইসলামের মেয়েছে। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সোমাজুয়েলার্স’র মালিক মো.সাইফুল ইসলাম উপজেলার রামপুর এলাকার সবুজার রহমান এর ছেলে। বুধবার দুপুরে নবাবগঞ্জ থানার এস আই নুরুজ্জামান মুঠোফোনে বলেন,‘সকালে উপজেলা শহরের ‘সোমাজুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে ‘মা’ মোর্শেদা বেগম’র সঙ্গে গহনা তৈরী করতে যায় শিশু মোনতাহুল জান্নাত সাবা। সেখানে ক্ষুধাপেলে ওই শিশুটি মায়ের কাছে বিস্কুট খেয়ে পানি খেতে চান। এই সময়, ওই দোকানের মালিক সাইফুল ইসলাম গ্লাসে করে পানির বদলে স্বর্ণ পরিস্কার করা এসিড খেতে দেয়। গ্লাসের এসিড খেয়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শিশুটি মারাযায়। জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) শাহাজাহান আলী বলেন,‘অসুস্থ্য শিশুটিকে নিয়ে তার মা মোর্শেদা বেগম স্বাস্থ্যকমপ্লেক্সে এসেছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই শিশুটি মারাগেছে।তবে শিশুটি মায়ের বর্ণনা অনুযায়ী সে পানির পরিবর্তে স্বর্ণের দোকানের এসিডপানে শিশুটির মৃত্যু হয়েছে’। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন,‘স্বর্ণের দোকানের এসিডপান করে শিশু মৃত্যের ঘটনায় দোকানের মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জানতে চাইলে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার বলেন,‘ শিশুমৃত্যের ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ‘সোমাজুয়েলার্স’র মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। শিশুটির পরিবার মামলা এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে’। একটু পরে দিও ভাই।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |