রাজিবপুরে ভিজিডি কার্ড বিতরণে নয়-ছয় অভিযোগ
|
![]() রাইসুল ইসলাম ফুল রাজিবপুর কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজিবপুরে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদলের বিরুদ্ধে। ভিজিডি কার্ডের চুড়ান্ত তালিকায় নাম থাকা সত্বেও চাল পাচ্ছে না ভূক্তভোগি অনেকেই। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সমাধান পাচ্ছে না তারা।অভিযোগ মতে জানাগেছে, ১নং রাজিবপুর ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দে ১২৪২টি পরিবার পাবে এই সুবিধা। তালিকা প্রস্তুত করে বাস্তবায়ন কমিটির স্বাক্ষরিত অনুলিপি জমাও রয়েছে বিভিন্ন দপ্তরে। তালিকায় নাম আছে অথছ সুবিধা পাচ্ছে না এমন অভিযোগকারী কুলসুম, রাশিদা, হাসিনা, শুকুরজান, শাহনাজ ও নুরি। সুবিধা বঞ্চিত আরও ৬০জনসহ মোট ৬৬জনের নাম রয়েছে তালিকায়।প্রথম দফায় নাম তালিকা চুড়ান্ত করে অনুমোদন নিয়ে ২য় দফায় ৬৬ জনের নাম কর্তন করে নতুন ৬৬ জনকে টাকার বিনিময়ে কার্ড দেওযা হয়েছে বলে অনেকের ধারণা।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম জানান, “অভিযোগ পেয়ে তদন্তের জন্য কমিটি করে মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোশারফ: তারিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
|