ঘোড়াঘাটের ইউএনও’র উপর হামলায় বেতাগী প্রেসক্লাবের মানববন্ধন
|
![]() সিপাহী, বেতাগী (বরগুনা): বরগুনার বেতাগী প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,মুক্তিযোদ্ধা মো. মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি আকন্দ শফিকুল ইসলাম, কাউন্সিলর আব্দুর রহিম সিকদার। বেতাগী প্রেসক্লাবের প্রতিবাদে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদ বেতাগী শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বেতাগী শাখা,সম্মিলিত সাংবাদিক পরিষদ, যুব রেডক্রিসেন্ট সোসাইটি বেতাগী উপজেলা যুব ইউনিট, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন,তরুণ কল্যাণ যুব পরিষদ।
|