উজিরপুর উপজেলার রাজাপুরে দিশা মনি তিশার তাজা প্রান কেরে নিল ব্যাটারিচালিত কাবার ভ্যান
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ দুপুর অনুমানিক ১২:০০ঘটিকার সময় দিশা মনি তিশা (৫), পিতাঃ স্বপন রায়, সাং-নাথারকান্দি, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল তার মায়ের সাথে বাড়ীর সামনের রাস্তা পাড় হয়ে বাড়িতে যেতে ছিল। তখন হারতা বাজার হতে রাজাপুরগামী ব্যাটারী চালিত একটি ভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় তিশা মনি দিশাকে ধাক্কা দিলে মাথার পিছনে মারাত্মক অাঘাতপ্রাপ্ত হয় এবং রাস্তার বাহিরে ছিটকে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত ডাক্তার তিশা মনি দিশার ১২:৪৫ ঘটিকায় মৃত্যু ঘোষনা করে। ভ্যানগাড়িটি স্থানীয় লোকজন আটক রাখে। তিশা মনি দিশার অকাল মৃত্যুতে রাজাপুর গ্রামের স্বপন রায়ের পরিবারে একটি শোকের ছায়া বিরাজ করছে।
|