পাবনার ৯ উপজেলায় ইউএনও’দের বাস ভবনে আনসার মোতায়েন
|
![]() পাবনা প্রতিনিধি পাবনার ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের সরকারী বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি উপজেলায় ৪ জন করে আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ তারা দায়িত্ব পালন করবেন। গত ৬ সেপ্টেম্বর রোববার বেলা ১২টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম ও ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) খাইরুন নাহার। তিনি জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে পাবনার ৯টি উপজেলায় ৪জন করে মোট ৩৬জন আনসার উপজেলা নির্বাহী অফিসারদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। আনসাররা প্রত্যেক উপজেলা পরিষদ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ডিউটি অব্যাহত থাকবে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ৪ জন আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি( দায়িত্ব পালন) শুরু করেছেন। এ সংক্রান্ত তারা উর্ধতন কর্তপক্ষের পত্র দিয়েছেন।
|