রাবার ড্যাম ব্রিজ ভ্রমণ কেন্দ্র রাজিবপুর-রৌমারি মাত্র তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি
|
![]() রাইসুল ইসলাম ফুল রাজিবপুর, কুড়িগ্রামঃ রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বেকরিবিল-খেওয়ারচর গ্রামের জিনজিরাম নদীতে অবস্হিত রাবার ড্রাম ব্রিজ। ইতিমধ্যে রৌমারী ও রাজিবপুর এই দুই উপজেলায় মানুষের ভ্রমনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ বিশেষ করে ঈদ ও পহেলা বৈশাখে হাজার হাজার মানুষের ভীর জমায় এই ব্রিজে।সায়দাবাদ বাজার থেকে ব্রিজ পর্যন্ত আনুমানিক ৩ কি:মি রাস্তা। তার মধ্যে ১ কি:মি রাস্তা কিছুদিন আগে পাকা করা হয়েছে। বাকি ২ কি:মি রাস্তার অবস্থা খুবই খারাপ।রাস্তাটা পাকা করা হলে শুধু ভ্রমনকারীদের নয়, বারবান্দা, বকবান্দা ও খেওয়ার চরের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। সেই সাথে ব্রীজ টি কালার করে ও ব্রীজের উত্তর পাশে নদীর কিনারায় বসার ব্যবস্থা সহ বৃক্ষরোপন করলে ব্রীজটি আরো দৃষ্টিনন্দন হবে। আশাকরি , নদী ভাঙ্গন মানুষের মনে একটু আনন্দ ফিরিয়ে আনতে কতৃপক্ষ বিষয়টির দিকে নজর দিবেন ৷
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |