পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুতগামীযান ব্যবহার করতে হবে, বিএমপি কমিশনার।
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ ০৮ সেপ্টেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশালে, জনগণের প্রতি সেবার মান আরও গতিশীল করতে বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস বিভাগ কর্তৃক আয়োজিত “নতুন গাড়ি হস্তান্তর” অনুষ্ঠানে মাননীয় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, জনতার পুলিশ বাস্তবায়ন তথা সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের টাকায় কেনা গাড়ি ব্যবহার ও সকল সুযোগ সুবিধা ভোগ করে আমাদের সেবার মান বৃদ্ধি পেয়েছে কি-না, জনগণ তা খেয়াল রাখবে। সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার সতর্কতা অবলম্বন করে যত্নশীল হয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে নির্ভেজাল সেবা দিয়ে জনমুখী গণমুখী পুলিশিং এর মাধ্যমে আরও বেগবান হয়ে কাজ করতে হবে। উপ-পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যান্য শীর্ষকর্মকর্তাবৃন্দ।
|