বেতাগীতে খান ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
|
![]() মোঃ হোসাইন সিপাহী (বেতাগী) প্রতিনিধি : বেতাগীতে খান ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জোমাদ্দার একাদশ । গতকাল ০৬.০৯.২০২০তারিখ রবিবার বিকাল সাড়ে চারটে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন ফরাজী, মোস্তাফিজুর রহমান রুবেল শিকদার, সাবেক কাউন্সিলর জসিম খান, বেতাগী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অলি আহমেদ।
|