মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ২
|
![]() মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট – উলানিয়া সড়কে মাহেন্দ্র ও অটোর মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, উলানিয়া আলফাতুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইদুল ইসলাম দুলাল ও স্থানীয় পানবাড়িয়া এলাকার সৈয়দ আলী গাজীর ছেলে জাকির হোসেন গাজী(৫০)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় ২ জনকেই স্প্রীটযোগে বরিশাল শেবাচিম’এ পাঠানো হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধা ৭ টার দিকে আটোরিক্সাটি পাতারহাট থেকে যাত্রী নিয়ে উলানিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাহেন্দ্রটি উলানিয়া থেকে পাতারহাট আসছিল। পথিমধ্যে পঞ্চায়েত বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর অনুধবন করে জরুরি বরিশাল প্রেরন করেন।
|