বেতাগীতে ধ্রুবতারা উপজেলা শাখার নবাগত কমিটির পরিচিত সভা
|
![]() মোঃ হোসাইন সিপাহী বেতাগী(বরগুনা) প্রতিনিধি : শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনার বেতাগী উপজেলা শাখার নবাগত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেতাগী প্রেসক্লাব কার্যালয় ধ্রুবতারার নবগঠিত কমিটির সভাপতি সুকদেব হাওলাদারের সভাপতিত্বে বেতাগী উপজেলা শাখার পরিচিতি সভা হয়। প্রধান অতিথি ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি ও ধ্রুবতারা বেতাগী শাখার উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মজনু। দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডিলির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক ব্যক্তিত্ব সাইদুল ইসলাম মন্টু, ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, সাংবাদিক রেজাউল কবির জুয়েল, ধ্রুবতারা বরগুনা জেলা শাখার সহ- সভাপতি মিথুন দে। এতে বক্তব্য রাখেন , নবাগত কমিটির সাধারণ সম্পাদক মারুফা আক্তার, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন সিপাহী, ক্রীড়া সম্পাদক নুজাইম ইসলাম শাওন। গত ২৮শে আগস্ট বেতাগী উপজেলা এক সম্মেলনের মাধ্যমে ধ্রুবতারার বেতাগী উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন শ্রেষ্ঠ যুব সংগঠক, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের নির্বাহী সদস্য ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।
|