অবহেলিত রাস্তার কাজ উদ্বোধন করেন বেতাগী পৌর মেয়র
|
![]() মোঃ হোসাইন সিপাহী বেতাগী (বরগুনা) প্রতিনিধি: গতকাল ২রা সেপ্টেম্বর বুধবার বরগুনার বেতাগী পৌরসভার কুয়েত প্রকল্পের আওতায় (UIIP) ৮ নং ওয়ার্ডের দীর্ঘ দিনের অবহেলিত মজিবর হাওলাদার বাড়ী রোডের আরসিসি রাস্তার উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবি এম গোলাম কবির। এতে পৌর মেয়র বক্তব্যে বলেন “আমি আমার জীবনের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি পৌরসভাকে “গ” শ্রেনী থেকে “ক” শ্রেণীতে উন্নীত করতে এবং সুযোগ-সুবিধা পেতে সফল হয়েছি। আমি আমার চেষ্টা চালিয়ে যাব যদি আপনারা আমায় আবারও সুযোগ দেন”। এছাড়াও বেতাগীর অন্যতম সমস্যা নদী ভাঙন ঠেকাতে আশ্বাস দেন। আরও বক্তব্য রাখেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব হাদিসুর রহমান পান্না,বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম শিকদার। বক্তব্যে সবাই শেষ পাঁচ বছরের উন্নয়ন সবার মাঝে তুলে ধরেন এবং আগামী বির্বাচনে মেয়রের পক্ষে ভোট চান। এছাড়াও উপস্থিত ছিলেন বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, সংরক্ষিত মহিলা কউন্সিলর মিসেস রাসিদা বেগম সহ স্থানীয় মুরুব্বিরা। এলাকার জনগণ সহ উপস্থিত সকলে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং রাস্তার কাজ দ্রুত শেষ করার আবেদন জানান।
|