স্বপ্নের কলেজে বেতাগীর চার শিক্ষার্থী
|
![]() মোঃ হোসাইন সিপাহী বেতাগী(বরগুনা) প্রতিনিধি: গত ২৫শে আগস্ট প্রথম দফায় একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের ফলাফল ঘোষণা করা হয়। এতে পছন্দমত কলেজে সুযোগ মেলে আবেদনকৃত শিক্ষার্থীদের। এদের মধ্যে বরগুনা জেলার বেতাগী থেকে বাংলাদেশের শীর্ষ কলেজের অন্যতম কলেজ নটরডেমে সুযোগ পায় চার শিক্ষার্থী। তারা সবাই বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তারা হলেন মোঃ মারুফ বিল্লাহ (পিতাঃ আব্দুর রব, পেশাঃদর্জি),মোঃ রিফাত রায়হান ইমন (পিতাঃ মরহুম রফিকুল ইসলাম) ও মোঃ মুনতাসীর জিলান তুহিন (পিতাঃ সোহরাব হোসেন, পেশাঃ কৃষক) এবং মোঃ ইত্তেফার হাসান জিসান (পিতাঃ দেলোয়ার হোসেন, পেশাঃ ব্যবসা)। তারা সকলে এসএসসি তে গোল্ডেন জিপিএ-5 পেয়েছে।তারা সবাই পিএসসি ও জেএসসি পরীক্ষায়েও জিপিএ-৫ পায়। তাদের মধ্যে তিনজনে ব্যবসায়ীর সন্তান ও রিফাত রায়হান ইমনের বাবার দায়িত্ব পালন করে তার “মা”। মা ইটের ব্যবসা করে সংসার চালায়। কারণ তার বাবা নেই। তাদের বাবা-মায়ের স্বপ্ন ছিল একদিন তাদের সন্তান বড় ধরনের কলেজে লেখাপড়া করবে। তাদের এই আশা আজ পূরণ হয়েছে। তাদের আশা সন্তানেরা মানুষের মত মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সফলতা ও স্বপ্ন পূরণে মূল্যবান ভূমিকা রাখে তাদের পরিবার ও শিক্ষক-শিক্ষিকারা। বেতাগী থেকে বাংলাদেশের শীর্ষ কলেজের একটিতে সুযোগ পাওয়ায় তারা আজ খুব খুশি। তাদের লক্ষ মানুষের মতো মানুষ হয়ে বাবা-মার স্বপ্ন পুরন করা ।তারা বলেন “এই সুযোগকে কাজে লাগিয়ে লক্ষ্য পূরণ করে নিজের দেশ ও জন্মস্থান এর জন্য কিছু করাটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া”। তারা সকলের কাছ থেকে সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা চায়। তাদের এ সফলতায় পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকা সহ সবাই অভিনন্দন জানায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
|