বাকেরগঞ্জে সন্ত্রাসী দিপুর নির্যাতনের শিকার একই পরিবারের মহিলাসহ পাঁচজন।
|
![]() শফিউর রহমান কামাল, :- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সন্ত্রাসী দিপুর নির্যাতনের শিকার একই পরিবারের মহিলাসহ পাঁচজন। অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী বিলকিস বেগম এর বাবার চিকিৎসার জন্য জমি বিক্রির চেষ্টা করে আসছে অনেকদিন যাবত। কিন্তু তাতে বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করে দিপু মাতুব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বর। জানা গেছে তাদের সাথে জমিজমা বিরোধ দীর্ঘদিন যাবত। গত ৩১ শে আগস্ট সোমবার আনুমানিক সকাল ১০ টার দিকে ভুক্তভোগী বিলকিস বেগমের বাড়ির সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত দিপু মাতব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বর এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী বিলকিস বেগম সহ তার পরিবারের মা ভাই ভাবি সহ ৫ জনের উপরে অতর্কিত হামলা চালায়ি মারধর করে সন্ত্রাসী দিপু ও তার বাবা। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে তাদের ভেতর থেকে মারধরে যখম হওয়া দুইজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সঠিক বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দিপু মাতব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বরের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিলকিস বেগম। হামলার বিষয়টি জানতে চাইলে দিপু মাতুব্বর পুরো ঘটনাটি অস্বীকার করে। তবে এর আগেও দিপু মাতুব্বরের উশৃংখল চলাফেরা ও মারামারির কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
|