নবাবগঞ্জে আধিবাসি বাকপ্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণের এক যুবক আটক
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জে আধিবাসি বাকপ্রতিবন্ধী কিশোরি (১৩)কে ধর্ষণের অভিযোগ উঠেছে শামিম হোসেন (২২) নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কিশোরির মা বাদি হয়ে ওই যুবককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পরে আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামিম হোসেনকে আটক করে। সোমবার বিকেলে উপজেলার পল্লীতে এ ঘটনা ঘটে। আটক যুবক শামিম হোসেন(২২) উপজেলার পুলবান্ধা গ্রামের শম্ভু হোসেন এর ছেলে। মামলার এজাহার সুত্রে জানাযায়, সোমবার সকালে বাকপ্রতিবন্ধী কিশোরি মেয়ে (১৩)কে বাড়িতে রেখে বড় মেয়ের চিকিৎসার জন্য পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলায় যায়। বিকেল সাড়ে তিনটার দিকে বাকপ্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে পাশ্ববর্তী পরিত্যাক্ত একটি বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে শামিম হোসেন। পরে তার চিৎকারে প্রতিবেশিগণ এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান বলেন,‘বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পরে মঙ্গলবার ভোর সাড়ে চারটার সময় ওই যুবকের নিজবাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |