মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সরকারী কোয়ার্টার নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য
|
![]() মেহেন্দিগঞ্জ প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে’র পরিসংখ্যানবিধ আব্দুল্লাহ আল মামুন’র কোয়াটার নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। জানা গেছে আব্দুল্লাহ আল মামুন মেহেন্দিগঞ্জ থেকে বদলী হয়ে বানরীপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন প্রায় ৭মাস পূর্বে। কিন্তু তার পরিবার এখনও মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকেন। বদলী হয়ে যাওয়ার পরও কোয়ার্টার না ছাড়ায় তার কোয়ার্টার’র বিদ্যুৎ লাইন কেটে ফেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে পরিসংখ্যানবিদ আব্দুল্লাহ আল মামুন’র সাথে জুনিয়র মেকানিক দেলোয়ার হোসেন’র মধ্যে কথার কাটাকাটি হয়। এ নিয়ে আব্দুল্লাহ আল মামুন’র বিরুদ্ধে থানায় জিডি এবং মানববন্ধন করেন হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীরা। গতকাল সোমবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ নিয়ে অভিযোগকারী জুনিয়র মেকানিক দেলোয়ার হোসেন বলেন আমাকে বিদ্যুৎ সংযোগ না কাটতে হুমকি দিয়েছিল। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ রমিজ উদ্দীন বলেন, মামুন অবৈধভাবে সরকারী বাসা দখল করে আছেন, তাকে একাধিকবার বলা সত্ত্বেও সে বাসা ছাড়েনি। ৭মাস পর্যন্ত বাসা দখল করে আছেন, এবং বাসা ভাড়াও দেননি। নানা অভিযোগে তাকে বদলী করা হয়। আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার বিরুদ্ধে করোনা টেষ্ট কেলেঙ্কারির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি জুনিয়র মেকানিক দেলোয়ার হোসেনকে হুমকি দেইনি, এছাড়াও বাসা আমার নামে নয়, এটি আমার স্ত্রীর নামে বরাদ্দ। আমার স্ত্রী সিএইচসিপি পদে মেহেন্দিগঞ্জে কর্মরত আছেন।
|