বরিশালের গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে পরিবহন চালক ও যাত্রীদের সচেতনতা
|
![]() মোঃকাওছার হোসেন গৌরনদী প্রতিনিধি ঃ গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে আজ (মঙ্গলবার) থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া নেয়া এবং স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের ষ্টাফ ও যাত্রীদের চলাচলের বিষয়ে সচেতনতা করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সোমবার দিনভর মহাসড়কের ভূরঘাটা থেকে ইসলাদী বাসষ্ট্যান্ডের বিভিন্ন স্থানে দূরপাল্লা ও অভ্যান্তরিন যাত্রীবাহি বাস থামিয়ে চালক ও সুপারভাইজারদের সাথে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে মহমারী করোনাভাইরাসের পূর্বে সরকারের নির্ধারিত ভাড়া নেয়ার জন্য অনুরোধ করেন। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে গৌরনদী হাইওয়ে থানাকে অবহতি করার জন্য যাত্রীদের অনুরোধ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে থানার এসআই নিত্যরঞ্জন মন্ডল, পুলিশ সার্জেন্ট মাহাবুব ইসলাম ।
|