নতুন কমিশনার সিএমপির সালেহ মো. তানভীর, রেঞ্জ ডিআইজি আনোয়ার
|
![]() বরিশাল প্রেস | অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম পুলিশের কমিশনার (সিএমপি) মাহাবুবর রহমানকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া গাজীপুর কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুককে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম পুলিশের কমিশনার মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করে মাহাবুবর রহমান। একই বছরের ২ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেন খন্দকার গোলাম ফারুক। |