ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রির্পোটার :- পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘ঐতিহাসিক ৭ই মার্চ -২০২৩’’ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে দিবসটি উপলক্ষে বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক দিবসটি পালনে প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু,। এ সময় আরো উপস্হিত ছিলেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোকসেদ আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াসউদ্দিন সরদার, উপজেলার সকল দপ্তর প্রধানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
|