তালতলীতে ব্লাড ডোনারের উদ্যোগ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
|
![]() বরগুনা প্রতিনিধি,, শোকাবহ অগস্ট উপলক্ষে বরগুনার তালতলী দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হয়েছে। সোমবার (৩১ অাগাস্ট) সকালে উপজেলার উজ্জ্বল চত্বরে তালতলী ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ও দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু হয়। সকালে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মিয়া বিশেষ অতিথি ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তিন শতাধিক মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং করে।#
|