করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ
|
![]() নূরী নাজনীন বিশেষ প্রতিনিধি:- টিকা স্বল্পতার কারণে করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া আপাতত বন্ধ করা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি। তিনি আরো বলেন, কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছুদিন বন্ধ থাকবে।’ |