কলাপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আমার জীবন আমার সম্পদ, বীমা করে থাকবে নিরাপদ এই স্লোগান নিয়ে কলাপাড়ায় জাতীয় বিমা দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার (১ লা মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাষনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বীমা দিবস উপলক্ষে একটি রেলী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
|