গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসতঘর পুড়ে ছাই
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) :- পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডের কারণে ৬টি বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টায় গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মুসলিম পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভয়াবহ আগুনের লেলিহানে শামসুল হক খান, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরুল ইসলাম, সৌরভ আলীর ঘর পুরোপুরি ও মনু মিয়ার ঘর আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিস এর স্টিশন অফিসার গনমাধ্যমকে জানান, আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আনুমানিক বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো সুনিশ্চিত করা যায়নি,তবে তদন্তের মাধ্যম পরে জানা যাবে। তবে, কোন হতাহত হয়নি। এদিকে তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।
|