রাঙ্গাবালী’তে স্কুলের ভীম ধসে পড়ায় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থী
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাধীন বড়বাইশদিয়া ইউনিয়নে, বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় স্কুলের অফিস কক্ষের ছাদের ভীম ধসে পড়েছে, আতঙ্কে স্কুল শিক্ষক শিক্ষার্থীরা। ২৬শে এপ্রিল রোজ (রবিবার) স্কুল চলাকালীন সময়ে অফিস কক্ষে শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভা চলাকালীন সময়ে অফিস কক্ষের ভীম ধসে পড়ে। ধসে পড়া ভীমের টুকরো অংশ ওবাইদুল ইসলাম (অভিভাবক) এর হাতে পরে চামরা থেঁতলে যায় এবং কয়েকটি প্লাষ্টিকের চেয়ার ভেঙে টুকরো হয়ে যায়। অল্পের জন্য শিক্ষক আতিকুল ইসলাম দুর্ঘটনা থেকে রক্ষা পান। প্রধান শিক্ষক মাহতাব হোসাইন বলেন, এটা নতুন কিছু নয় পূর্বেও কয়েকবার এ ঘটনা ঘটেছে। একবার মিরন স্যারের মাথায় ধসে পড়ায় সে অহত হয়েছিলেন। ভয় অর আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের, শুধু অফিস কক্ষই নয় পুরো স্কুলের এই অবস্থা, কখন যে কি হয়ে যায় বলা মুশকিল। প্রধান শিক্ষক মাহতাব হোসাইন আরো বলেন, ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছেন এই প্রতিষ্ঠানে, উপর মহল কে বার বার বলা হয়েছে। বর্তমান ম্যানেজিং কমিটির মাধ্যমে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, শয়েল টেষ্ট হয়েছে, ভবনের টেন্ডার এখনো হয়নি কর্তৃপক্ষ বলেছেন কাজ চলমান। তবে কবে আসবে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার ভবন তা বলা মুশকিল। তিনি আরও বলেন, স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকবৃন্দ সকলের একটাই দাবি, যত দ্রুত সম্ভব একটি ভবন হলে আমরা এই দুর্দশা থেকে মুক্তি পাই।
|