মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কমিটি গঠন
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোককসাস) ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিবেদক ইয়াছিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আশ্রয় প্রতিদিনের প্রতিবেদক শেখ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ২২৮ নং কক্ষে অনুষ্ঠিত বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারন সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডিইউজে’র সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ডিউজের সদস্য শাহজাহান স্বপন, আশরাফুল ইসলাম ইমন, ডিবিসি টেলিভিশনে কর্মরত নিয়াজ মোর্শেদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত মেহেদী হাসান, আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর, গ্লোবাল টিভির রিপোর্টার ইমরানুল আজিমসহ আরও অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বলেন, রুটিরুজি ও অধিকার আদায়ে সব সময় সাংবাদিকদের পাসে রয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির যেকোন প্রয়োজনে তিনি পাসে থাকবেন বলেও জানান।

ডিইউজে’র সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সর্বদা সাংবাদিকদের অবিচল থাকতে হবে। কলেজের সাংবাদিকদের এই শুভসূচনা আগামী সাংবাদিকতায় অনেক ভুমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন তিনি।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মেহেদী হাসান বলেন, ২০২২ সালের ২০ এপ্রিল ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করা হয়। প্রায় এক বছরের কাছাকাছি সময়ে এসে এই আহবায়ক কমিটি আজ পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তরিত হয়েছে। কোণভাবেই এই সমিতি যেন কোন রাজনৈতিক হাতিয়ার না হয়। এই সংগঠনটি হোক সোহরাওয়ার্দী কলেজ পড়ুয়া সাংবাদিকদের সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থিদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভুমিকা রাখবে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি।

আলোচনা সভার শুরুতেই সংগঠনটির উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ নজমুল খান সুজনকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন মেহেদী হাসান, ইমরান হোসাইন, আমিনুল ইসলাম রকি, সাকিব আল হাসান, বিল্লাল হোসেন, নাঈমুল ইসলাম।

সমিতির সমন্বয়ক ও প্রধান নির্বাচন কমিশনার দৈনিক বাংলার নিজস্ব প্রতিবেদক বীর সাহাবী সাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন। বিকল্প প্রার্থী না থাকায় সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদেই নেতৃত্ব নির্ধারিত হয়েছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।

সমিতির সভাপতি পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ইয়াছিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার জাহাঙ্গীর আলম, সহ- সভাপতি পদে সিএনএন বাংলা টিভির সাদিয়া ইসলাম ও দৈনিক সকালের সময় পত্রিকার তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক পদে সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার জয়ন্ত চক্রবর্তী ও দৈনিক ভোরের ডাক পত্রিকার লিখন হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আই বার্তা পত্রিকার রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক বার্তা বিচিত্র পত্রিকার আকবর চৌধুরী, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার পত্রিকার অপূর্ব চক্রবর্তী, নারী বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার আশিকা জান্নাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস পোর্টালের ফয়সাল আহমেদ হানিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একুশে সংবাদ পোর্টালের জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে দ্যা বাংলাদেশ মোমেন্টস পত্রিকার মোঃ সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক অধিকার পত্রিকার মাহমুদুল সাকিব, আপ্যায়ন সম্পাদক পদে বঙ্গবাজার পত্রিকার হাসিব ইথুন, কল্যাণ সম্পাদক পদে- দৈনিক দেশ দেশান্তর পত্রিকার শামসুদ্দিন খান, এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- দৈনিক সকালের সংবাদ পত্রিকার আমিরুল ইসলাম, দৈনিক নতুন দিগন্তর শহিদুল ইসলাম, দৈনিক আগামীর সংবাদ সদস্য অবান্তিকা সাহা নির্বাচিত হয়েছেন।
সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুরোন সংবাদ খুজুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
Enjoy Network

সর্বাধিক পঠিত

প্রকাশক: সৈয়দ রিপন

সম্পাদক: রোমান চৌধুরী

মোবাইলঃ ০১৭১১৯৫৭২৬৩ / 09639298200

অফিস : জানুকি সিং রোড,কাউনিয়া,বরিশাল

ই-মেইলঃ barisalpress247@gmail.com

Design & Developed by
  চাপের মুখে বিমার অর্থ ছাড় না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর   করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ   বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ সমাপ্ত   বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন   শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু   ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি: প্রধানমন্ত্রী   শান্তিরক্ষা মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য   নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস, ২ দিন বন্ধ : শিক্ষামন্ত্রী   মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরী ও বিক্রি ২০ হাজার টাকা জরিমানা   আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী   ডিসিদের ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর   পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টের রায়   তিন দিনের সফরে যে আশ্বাস দিয়ে গেলেন বিশ্বব্যাংকের এমডি   স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ্   ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আতংকে সমুদ্র পাড়ের মানুষ ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত কলাপাড়া প্রশাসন   বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি   বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে
error: কপি করা থেকে বিরত থাকুন !!