মুলাদীতে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট আব্দুল বারী
|
![]() এনায়েত হোসেন খান রিমন মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে অ্যাডভোকেট আব্দুল বারী পুনঃরায় বরিশাল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে তিনি জেলা পরিষদের ৪নং ওয়ার্ড মুলাদী উপজেলা থেকে সদস্য নির্বাচিত হন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুলাদী সরকারি কলেজ ভোট কেন্দ্রে মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু পৌরসভার মেয়র, শফিকুজ্জামান রুবেল,সহ কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ ১০৭জন ভোটারা ভোট দেন। প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, ১০৭ জন ভোটারের মধ্যে সবাই ভোট দিয়েছেন। অ্যাডভোকেট আব্দুল বারী ঘুড়ি প্রতীকে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ জাহাঙ্গীর হোসেন খোকন খান তালা প্রতীকে ১৭ ভোট এবং মোঃ আলমগীর হোসেন অটোরিকশা প্রতীকে ১৪ ভোট পেয়েছেন। উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ইতিপূর্বে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম বিনা প্রতদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মুলাদী সরকারী কলেজ কেন্দ্রটিতে শুধু মাত্র সদস্য ও সংরক্ষিত আসনে সদস্য পদের ভোট অনুষ্ঠত হয়। মুলাদীতে নজির বিহীন কঠোর নিরাপত্তা বেষ্টুনিতে জেলা পরিষদের নির্বাচনের ভোট প্রাধান করেন ভোটার গন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী র্যাব, ডিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্য। এই ভোট ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |