উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও মসৎ কর্মকর্তা সাইদ উজ্জামান এর নেতৃত্বে ১২ অক্টোবর উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইতিমধ্যে তারা গত ১১ অক্টোবর,জেলেদের ২টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্যের জিম্মায় রাখা হয় এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫কেজি ইলিশ মাছ জব্দ করেন তাদের পক্ষ থেকে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয় এবং কারেন্ট জাল দিবালোকের সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ১২ অক্টোবর, ২০২২ তারিখ জেলেদের ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে প্রকাশ্য লোকালয় নিলামের মাধ্যমে ৪৬,১০০/- টাকায় বিক্রি করা হয় এবং প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০কেজি ইলিশ মাছ জব্দ করেন তারা।জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।সরকারের নির্দেশনা মোতাবেক ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলমান ও অব্যাহত থাকবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |