করতোয়া পাড়ে কাশফুলের মেলা
|
![]() মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুরঃ শরৎ নিয়ে বহু কবিতা ও গান রচিত হয়েছে। শরতের নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। এখন শরৎকাল, দেশের অনেক জায়গায় শরতের নান্দনিক সৌন্দর্য দেখা যাচ্ছে। তেমনই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ ব্রিজের পাশে করতোয়া নদীর পাড়ে কাশফুলের মেলা । ছেয়ে গেছে নদীর পাড় । অনেকেই ছুটছেন সেখানে প্রকৃতির বুকে শ্বাস নিতে। সেখানে। যান্ত্রিক নাগরিক জীবনের একঘেয়েমি কাটানোর জন্য এই কাশফুলের সান্নিধ্যে আসেন বহু মানুষ। কাশফুলের শুভ্রতা মনকেও শুদ্ধ করে দেয়।সেখানে ছবিও তুলছেন অনেকে,কেউ বন্ধুদের সাথে আবার কেউ পরিবারের সাথে। স্থানীয়রা বলছেন, প্রতি বছর কাশফুল ফুটলেও এবার কাশফুলের উপস্থিতি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর সেই কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হতেই দলে দলে ছুটে আসছেন মানুষেরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে দুপুর গড়ালেই মানুষ যেন উপচে পড়তে থাকে। স্থানীয় স্কুল ছাত্র আহসান হাবিব জানান, প্রতিদিনের যে চাপ, তাতে একঘেয়েমি চলে আসে। একটু মুক্ত বাতাস পেলে ভালো লাগে। তাই একটু ছুটে এসেছি। কাশফুল দেখে খুব ভালো লাগছে। নদীর পাড়ে বিভিন্ন স্থানে কাশফুল ফুটেছে। সবগুলো জায়গাই ঘুরে দেখছি। বুলবুল আহমেদ ও মোস্তফা কামাল নামে দুই দর্শনার্থী বলেন, আমার শখ ঘোরাঘুরি করা। আমি ঘুরতে ভালোবাসি। কাশফুল সাধারণত গ্রামেই বেশি দেখা যায়। কিন্তু এখন শহরেও বিভিন্ন স্থানে কাশফুল ফুটছে। প্রতিদিনের ক্লান্তি কাটাতে এসব জায়গায় এসে একটু প্রশান্তি পাওয়া যায়। এই জায়গাগুলো আমাদের বিনোদন স্পট হিসেবেও কাজ করছে। খুবই চমৎকার পরিবেশ। বন্ধুবান্ধব নিয়ে ছবি তুলছি, সুন্দর সময় কাটাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান- উপজেলা একটি পর্যাটন এলাকা এখানে একটি জাতীয় উদ্যান, একটি পিকনিক স্পর্ট রয়েছে। তার পাশাপাশি উপজেলার কাচদহ ব্রিজের পাশে করতোয়া নদীর পাড়ে ফুটেছে কাশফুল। কাশফুল দেখতে অনেক দর্শনার্থীরা ভীর করছেন, কাশফুল বাগানে কেউ বন্ধু আবার কেউ পরিবার নিয়ে ঘুরছেন। প্রয়োজন হলে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে নিরাপত্তার ব্যবস্থা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |