মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দীর্ঘ ১০ বছর পর খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১০ বছর পর খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ১১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পাকেরহাটে প্রস্তাবিত শিশু পার্কে সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আমন্ত্রণ করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ বেশি চলছে। তারা চায়ের দোকান, দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চাইছেন। সমর্থকদের মধ্যে কার নেতা পদ পাবেন তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে শাহ্ আঃ জব্বার ও সাধারণ সম্পাদক পদে সফিউল আযম চৌধুরী লায়ন নির্বাচিত হন। এর পর ২০১৯ সালের ১৫ জুন সভাপতি মৃত্যুবরণ করলে সহ-সভাপতি  ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের  সম্মেলন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু করলেও বিভিন্ন অভিযোগে অধিকাংশ ওয়ার্ডের সম্মেলন স্থগিত করা হয় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনও স্থগিত করে ইউনিয়ন কাউন্সিলর তালিকা তৈরির পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। ইতিপূর্বেই সম্মেলন সফল করার লক্ষ্যে গত শনিবার রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে কাউন্সিলর কার্ড, ক্যাপ, ডেলিগেট কার্ড ও ফিতা বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুকে ও সাধারণ জনগনের মুখে মুখে বইছে সভাপতি ও সম্পাদক কে হতে পারেন? তবে কেউ কেউ বলছেন বর্তমানে যারা ছিলেন তারাই হবেন। আবার কেউ কেউ পরিবর্তনের কথাও বলছেন। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম আর বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর ছেলে যুবনেতা আনোয়ার হোসেন রানা, সাবেক ছাত্রনেতা প্রমথ চন্দ্র রায় এর নাম শোনা যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরপরও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলনটি সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুরোন সংবাদ খুজুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Enjoy Network

সর্বাধিক পঠিত

প্রকাশক: সৈয়দ রিপন

সম্পাদক: রোমান চৌধুরী

মোবাইলঃ ০১৭১১৯৫৭২৬৩ / 09639298200

অফিস : জানুকি সিং রোড,কাউনিয়া,বরিশাল

ই-মেইলঃ barisalpress247@gmail.com

Design & Developed by
  চাপের মুখে বিমার অর্থ ছাড় না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর   করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ   বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ সমাপ্ত   বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন   শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু   ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি: প্রধানমন্ত্রী   শান্তিরক্ষা মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য   নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস, ২ দিন বন্ধ : শিক্ষামন্ত্রী   মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরী ও বিক্রি ২০ হাজার টাকা জরিমানা   আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী   ডিসিদের ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর   পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টের রায়   তিন দিনের সফরে যে আশ্বাস দিয়ে গেলেন বিশ্বব্যাংকের এমডি   স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ্   ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আতংকে সমুদ্র পাড়ের মানুষ ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত কলাপাড়া প্রশাসন   বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি   বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে
error: কপি করা থেকে বিরত থাকুন !!