গৌরনদীতে অতিরিক্ত শিক্ষা সচিবের মতবিনিময় সভা
|
![]() রফিকুল ইসলাম সবুজ, গৌরনদী প্রতিনিধি :- বরিশালের গৌরনদীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও কালকিনি উপজেলার ইবতেদায়ী, দাখিল ও কামিল মাদরাসার শিক্ষকদের সাথে কাছেমাবাদ কামিল মাদরাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে তিনি(অতিরিক্ত সচিব) কাছেমাবাদ কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা, অবিভক্ত বাংলার সাবেক এমএলএ মরহুম মাওলানা আবুল কাছেম ও কাছেমাবাদ কামিল মাদরাসার সাবেক সভাপতি, গদীনেশিন পীর মরহুম মাওলানা আ.ফ.ম অহিদ’র কবর জিয়ারত করেন। কাছেমাবাদ কামিল মাদরাসায় সভাপতি তালুকদার ওমর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব), কেএম রুহুল আমীন । বিশেষ অতিথি ছিলেন কাছেমাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাইদ মো.কামেল, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবদুল জলিল সরদার, বরিশাল জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মো.মনিরুল কবির, গৌরনদী উপজেলা উপ-সহকারী প্রকল্প পরিচালক মো.সালমান রেঝা, বেলুহার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, আল-হেলাল দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসেন, গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবদুর রবসহ শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে বিভিন্য মাদরাসার শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন এবং কাছেমাবাদ কামিল মাদরাসার ৪তলা বিসিষ্ট নতুন ভবনের কাজের পরিদর্শন করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |