গৌরনদীতে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
|
![]() মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী প্রতিনিধি :- গৌরনদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় কামরুজ্জামান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। নিহত কামরুজ্জামান ঝালকাঠী সদরের শেখের হাট গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
গৌরনদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.বিপুল হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহন ভূরঘাটা এলাকার ইল্লা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মটর বাইককে স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মটর বাইক চালক নিহত হন। গৌরনদী ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘঁটনাস্থলে পৌছে লাশ গৌরনদী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেন এবং হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত যান দুটিকে জব্দ করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |