বরিশালে সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত থাকার লক্ষে পুলিশের অভিযান
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল দক্ষিন অঞ্চল ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কে শৃঙ্খলা বজায় ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ সুপার অহেদুল ইসলাম।গত বুধবার রাত ১০ টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদি পুলিশ চেকপোস্টে বরিশাল জেলা পুলিশ সুপার অহেদুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, ফোরকান,ট্রাফিক সার্জেন্ট আতিক, আলমগীর হোসেন, জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ বেপারী, লাইন সম্পাদক রফিকুল ইসলাম। উজিরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল রহিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্নাসহ কর্মরত সাংবাদিক বৃন্দ। পুলিশ সুপার বলেন মাহাসড়কে প্রত্যেকটা গাড়ির হেডলাইটের এক-তৃতীয়াংশ কালো কালি দিয়ে আবৃত করে রাখতে হবে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে মহাসড়কে কোন প্রকার টমটম ভটভটি থ্রি হুইলার এবং অটোরিক্সা চলতে পারবে না। তিনি আরো বলেন, বরিশাল বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতি সহ পরিবহন দপ্তর কে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল থেকে এ অভিযান পরিচালনা করেন, এসময় বাস-ট্রাক এবং মাইক্রোবাস সহ বেশ সংক্ষক পরিবহনের বিরুদ্ধে মামলা ও সতর্ক করা হয় পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |