কলাপাড়ায় ব্যবসায়ীকে লাখ টাকা জড়িমানা
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জড়িমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ইসলামপুর সড়কের নাবিল এন্টার প্রাইজের মালিক মো. রাশেদ মিয়াকে এ জড়িমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। এসময় কলাপাড়া থানা পুলিশের এ.এস.আই বিশ্বজিৎ কুন্ডসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, নাবিল এন্টারপ্রাইজের মালিক রাশেদ মিয়া পৌর শহরের ইসলামপুর সড়কের একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসায় পরিচালনা করে আসছিল। তিনি কিউট নারিকেল তৈল, বৌ রাণী মার্কা নারিকেল তৈলসহ বিভিন্ন প্রকার নকল তৈলের অবৈধ ব্যবসায় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্যবসায়ী রাশেদ মিয়াকে এক লক্ষ টাকা জড়িমানা করে। একই সাথে বেশ কিছু স্টিকারযুক্ত বোতল ও অবৈধ ক্যামিকেল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |