বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য জারিফ হোসেন হাবু আর নেই
|
![]() রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও চাখারের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জারিফ হোসেন হাবু (৪৮) আর নেই। ২৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে লিভার রোগে ভূগছিলেন। জারিফ হোসেন হাবু চাখার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আ. মালেক মাষ্টারের সেজ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,শিশু পুত্র ও কলেজ পড়–য়া মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় চাখার ইউনিয়নের দরিকর মহিলা মাদরাসা ও ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক চেয়ারম্যান খিজির সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার,সম্পাদক ওয়াহীদুজ্জামান মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল,বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুল ইসলাম,প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ এবং চাখার ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এএইচ এম হাফিজুর রহমান মামুন,সাধারণ সম্পাদক সুলতান সিকদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |