গৌরনদীতে ডাকাতি মালামাল সহ গ্রেফতার-৬
|
![]() রফিকুল ইসলাম সবুজ গৌরনদী :- বরিশাল জেলার গৌরনদী থানার কেফায়েত নগর এলাকায় গত জুন মাসের ১১তারিখে ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টায় বরিশাল জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন পিপিএম এর নেতৃত্বে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন অভিযান পরিচালনা করে আন্তজেলা ছয় ডাকাতকে গেস্খফতার করতে সক্ষম হন। ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি সেলাই রেঞ্জ এবং একটি পাইপগান উদ্ধার করে। এ অভিযানে গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বিরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা অংশ নেন। গতকাল সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার বরিশাল জেলা ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় তিনি এই অভিযানে অংশগ্রহণ করা টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান এবং যেকোনো অপরাধ দমন, উদ্ঘাটন এবং প্রতিরোধে জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখার আশ্বাস ব্যক্ত করেন। ডাকাতির ঘটনায় সংশ্লিস্ট ডাকাত সরদার দেলোয়ার হোসেন দিলু-সহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণালংকার ও টাকা) উদ্ধার করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |