শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজশাহীর খড়খড়িতে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও বাড়িতে তালা দিলেন আসামিরা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজশাহীর খড়খড়িতে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও বাড়িতে তালা দিলেন আসামিরা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর ললিতাহার খড়খড়ি এলাকায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও বাড়িতে তালা দিয়েছেন আসামীরা বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের মতিহার থানায় বাদীর পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগে এসব তথ্য জানা গেছে।
অভিযোগটি করেছেন, নগরীর মতিহার থানাধীন খড়খড়ি ললিতাহার এলাকার কামরুজ্জামানের স্ত্রী আজমিরা বেগম (৪১)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ৩ সেপ্টেম্বর সকালে মামলার আসামী হারুন অর রশীদ (৪৪), তার স্ত্রী রাবেয়া খাতুন (৩৯) ও অপর আরো ৫ জন আসামীসহ মোট ৭ জন পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারী আজমিরার বাড়িতে গিয়ে মারধর করলে তিনি আহত হন। পরে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত, (মতিহার) রাজশাহীতে মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরে হুমকি দেওয়ায় তার স্বামীর ১০৭ ধারার মামলায় আসামীদের মধ্যে হারুন অর রশীদ ও তার স্ত্রী রাবেয়া খাতুন (৩৯) আদালতে মুচলেকা দিয়ে আসে। ওই দিনই সকালে আবার তারা তার বাড়ির সামনে এসে তাকে মেরে হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। চিকিৎসা শেষে পুনরায় তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত, (মতিহার) থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের কারণে আবার একই আসামীরা তাকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের চেষ্টা করে। এ ঘটনায় তিনি মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন। আসামীদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার জন্য সোমবার বেলা ১১টার দিকে হারুন অর রশীদ ও তার স্ত্রী রাবেয়া খাতুন হঠাৎ করে তার বাড়ির দরজার সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে গেট খুলতে বলে। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি দরজা খোলার সাথে সাথেই রাবেয়া তাকে জাফটে ধরে কিল-ঘুষি মারে ও বলতে থাকে এই জমি ও বাড়ি তাদের।
এ সময় আসামী হারুন দেশীয় অস্ত্র বের করে তাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে গেলে তিনি প্রাণ ভয়ে রাবেয়ার হাত থেকে ছুটে পালিয়ে যান। তার অনুপস্থিতে বাড়িতে প্রবেশ করে ব্যাগে থাকা ২০ হাজার টাকা ও অন্যান্য সাংসারিক কিছু জিনিসপত্র নিয়ে যায় ও বাড়িতে তালা মেরে দেয়। পরে তিনি ছোট দেবরের স্ত্রী রাজিয়া সুলতানা ও দেবর জান মোহাম্মদকে নিয়ে বাড়ি ফিরে দেখেন গেটে তালা লাগিয়ে দিয়ে আসামীরা দাঁড়িয়ে রয়েছে। বাড়ির দরজায় লাগানো তালা খুলে দিতে বললে তারা মারমুখী আচরণ করে ও হাসুয়া দিয়ে কোপানোর ভয় দেখায়। এরপর বলে, তুই যে মামলাগুলো করেছিসস সেগুলো তুলে নে। মামলা তুলে না নিলে বাড়িতে ঢুকতে দেবনা এবং মেরে শেষ করে দেব। এটা আমাদের বাড়ি। পরে আজমিরা বেগম জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাইলে মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে কৌশলে হারুন পালিয়ে যায়। তবে তার স্ত্রী রাবেয়া পুলিশের সামনেই মারমুখী আচরণ করে। পরে পুলিশি হস্তক্ষেপে বাড়ির দরজায় তালা খুলে দেওয়া হয়। ঘটনার সময় আসামীদের আরো দুই সহযোগী ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি আরো অভিযোগ করেন, মারধরের শিকার হয়ে মামলা করায় প্রতিনিয়ত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন। সুষ্ঠভাবে বসবাস করতে পারছেন না। তাই তিনি তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসামীদের শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে মতিহার থানার ডিউটি অফিসার বিলাসি রাণী বলেন, থানায় আজমিরা নামের এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুরোন সংবাদ খুজুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
Enjoy Network

সর্বাধিক পঠিত

প্রকাশক: সৈয়দ রিপন

সম্পাদক: রোমান চৌধুরী

মোবাইলঃ ০১৭১১৯৫৭২৬৩ / 09639298200

অফিস : জানুকি সিং রোড,কাউনিয়া,বরিশাল

ই-মেইলঃ barisalpress247@gmail.com

Design & Developed by
  চাপের মুখে বিমার অর্থ ছাড় না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর   করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ   বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ সমাপ্ত   বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন   শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু   ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি: প্রধানমন্ত্রী   শান্তিরক্ষা মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য   নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস, ২ দিন বন্ধ : শিক্ষামন্ত্রী   মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরী ও বিক্রি ২০ হাজার টাকা জরিমানা   আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী   ডিসিদের ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর   পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টের রায়   তিন দিনের সফরে যে আশ্বাস দিয়ে গেলেন বিশ্বব্যাংকের এমডি   স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ্   ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আতংকে সমুদ্র পাড়ের মানুষ ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত কলাপাড়া প্রশাসন   বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি   বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে
error: কপি করা থেকে বিরত থাকুন !!