উজিরপুরে বিদ্যুৎ স্পুষ্ঠ হয়ে মৃত্যুতে সবুজ রায় এর মৃত্যু দেহ পরিবারের কাছে হস্তান্তর
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন এর জামিরবাড়ি গ্রামের বাসুদেব রায়ের ছেলে সবুজ রায়(২২) বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে ১৫সেপ্টেম্বর রাত অনুমান ৩টায় নিহত হয়।সঙ্গে থাকা পিতা বাসুদেব রায় তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়।তাকে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় উদ্ধার করে ঐদিন ভোরেই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উল্লেখ্য যে স্থানীয় নিখিল বাড়ৈ তিনি তার বাড়ির বাগানের সুপারি,আমড়া ও মৎস্য ঘেরে ইঁদুর,বাদুড় নিধন থেকে মুক্ত রাখার জন্য কাউকে না জানিয়ে কিংবা সতার্ক সংকেত লাল ফেলাগ না টানিয়ে তার নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। একেই বাড়ির বলরাম বিশ্বাস ও তার স্ত্রী মুকুল বিশ্বাস তিনি জানান যে আমরা অনুমানিক রাত আড়াই টার সময় বৃষ্টির মধ্যে লিসের দিকে প্রচণ্ড চিৎকার শুনতে পাই।তখন আমাদের পাশের ঘরের নিমাই বাড়ৈ এর ছেলে নিখিল বাড়ৈকে ডাকাডাকি করি একপ্রকার ঘুমের মধ্যে তিনি শুনতে না পাওয়াতে তার ঘরের দরজায় ধাক্কা ধাক্কি করার পরে ঘরের দরজা খুল্লে জিজ্ঞেস করায় বিদ্যুৎ এর লাইন উঠানোর পরে আমরা সবাই ঘটনা স্থলে ছুটে গিয়ে দেখতে পাই সবুজ রায় এর মৃত্যু দেহ আর তার পিতা বাসুদেব রায় কোন প্রকার জ্ঞান আছে উভয়কেই আমারা বাড়ির মধ্যে দিয়ে আসি।তখন রাতেই নিখিল বাড়ৈ রাতের আঁধারে পালিয়ে যায়।পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবুজ রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরনের করেন।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেছেন ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বরন করা সবুজ রায় নিতান্ত অসহায় কোন প্রকার বাঁশের খুটি গেড়ে পলিথিন এর ছাউনি দিয়ে পরিবারে তার মা,বাবা ও তার এক বোন বিবাহিতা,ছোট বোন প্রতিবন্ধী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পূর্নিমা রায়কে নিয়ে জীবন জাপান করছিল।এদিকে সবুজ রায়কে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বরন করায় হত্যার অভিযোগ দিয়ে স্থানীয় সাধারণ জনগন ও তার স্বজনরা একটি সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধিকে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে শুক্রবার দুপুর ২ টায় স্থানীয় হারতা বন্দরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।সবুজ রায় এর মৃত্যু দেহ পারিবারিক শ্মশানে সৎকার করা হয়।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |