অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারি পরিচালকের জেল
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুুয়াখালী)প্রতিনিধি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মায়ের দোয়া বেকারির পরিচাল জাহিদুল ইসলামকে (৩৫) এক মাসের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ আদেশ দেন। জানা গেছে, উপজেলা সদরের সিনেমা হলপট্টি এলাকায় অবস্থিত মায়ের দোয়া বেকারিতে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে ওই বেকারির পরিচালককে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় পচে যাওয়া ও নোংরা পরিবেশে থাকা খাদ্যপণ্য। এ অভিযানকালে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ বলেন, ভোক্তা অধিকার আইন ২০১৯ এর ৫৩ ধারায় বেকারি পরিচালনার দায়িত্বে থাকা ওই ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |