জেলা পরিষদ নির্বাচন ॥ সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে কলাপাড়ার কৃতি সন্তান ফিরোজ
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সদস্য পদে প্রার্থী হচ্ছেন সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফিরোজ সিকদার। ইতোমধ্যে তিনি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পরিষদের ভোটারদের নিকট তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থণা করছেন তিনি। জেলা পরিষদ নির্বাচনে মো. ফিরোজ সিকদার এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে ভোটাররা ধারনা করছেন। এ নির্বাচনে তিনি পটুয়াখালী জেলা পরিষদের কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষনা করেছেন। এ ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপজেলা পরিষদের সদস্যসহ মোট ১৮৫ জন জনপ্রতিনিধি ভোট প্রদান করবেন। জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরের সম্ভ্রান্ত সিকদার পরিবারে ১৯৬৯ সালের ১ জুলাই মো. ফিরোজ সিকদার জন্ম গ্রহন করেন। তার পিতা মৃত্যু মো. আব্দুল হালিম সিকদার ও মাতা মোসা. মনোয়ারা বেগম। ছোট বেলা হতেই ফিরোজ সিকদার অত্যান্ত মেধাবী ও বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন। অসহায় মানুষের পাশে দাড়ানো ও তাদের সাহায্য করা ছিলো তার একটি নেশা। আর এ অভ্যাসের কারনেই ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো বিপুল ভোটে তৎকালীন টিয়াখালী ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হন। যা এখন পৌর শহরের ৭ নং ওয়ার্ড হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনেও তার বিশেষ অবদান রয়েছে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কলাপাড়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবেও তার সু-পরিচিতি রয়েছে। তিনি কলাপাড়া পৌর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সিকদার বুটিকস হাউজ’র স্বত্তাধিকারী। তিনি পর পর দুইবার কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন। জেলা পরিষদ সদস্য থাকাকালীন তার নির্বাচনী এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা পরিষদ সদস্যদের সাথে একাত্ব হয়ে নিরলসভাবে কাজ করেছেন। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের মাধ্যমে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তাই পটুয়াখালী জেলা পরিষদের আগামী নির্বাচনে পুন:রায় নির্বাচিত করে তার অসামাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |