১৫ আগষ্ট উপলক্ষে গলাচিপায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী। ১৫ আগষ্ট ১৯৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায় ২৮ আগষ্ট রবিবার বিকেল চার টার দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তাফা এর সঞ্চালনায় উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে পটুুয়াখালী জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তি যোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া এর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা আঃলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, থানার কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম, সিনিয়র সহ- সভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়া সভায় বক্তব্য রাখেন গজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, সহ চরবিশ্বাস, গজালিয়া, ডাকুয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান বৃন্দ, প্রেস ক্লাব গলাচিপার সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন। এ সময়ে সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, মিঠুম পালসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দদের পাশাপাশি বিভিন্ন মাদ্রসার শিক্ষক ও ছাত্ররাও উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে প্রধান অথিতি খলিলুর রহমান ১৫ আগষ্ট ১৯৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিশেষ তাৎপর্য তুলে ধরেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |