নিজস্ব প্রকিবেদক:- দারিদ্রতাকে জয় করে জেলার বানারীপাড়া পৌর এলাকার বাসিন্দা রিকসা চালক দিনমজুর বাবার সন্তান মেডিক্যালে চান্স পাওয়া সেই অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছার পাশে এবার দাঁড়িয়েছেন মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বিঘেœ হারিছার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। রবিবার দুপুরে তথ্যের সত্যত্যা নিশ্চিত করেছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
এ উপলক্ষে হারিছার পুরনো বিদ্যাপিঠ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে মেধাবী হারিছাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে প্রধানশিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহে আলম। সাংসদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এভাবে অদম্য মেধাবী হারিছাদের পাশে দাঁড়িয়ে সোনার মানুষ তৈরী করছেন। সাংসদ আরও বলেন, মায়ের গর্ভ থেকে কেউ মেধাবী হয়ে জন্মগ্রহণ করে না। অদম্য ইচ্ছে শক্তি, নিরলস অধ্যবসায় ও ঐক্লান্তিক প্রচেষ্টায় একসময় কাঙ্খিত অভীষ্টে পৌঁছানো সম্ভব। যার অনন্য দৃষ্টান্ত সাদিয়া আফরিন হারিছা।
সহকারি শিক্ষক কাওসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার আজিম প্রমুখ। শেষে মেধাবী হারিছাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
উল্লেখ্য, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকসা চালক মিজানুর রহমান হাওলাদারের মেয়ে সাদিয়া আফরিন হারিছা দারিদ্রতাকে জয় করে রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে।
সংবাদটি পঠিত : ১৩৭
৭৩