নিজস্ব প্রকিবেদক:- মহানগর আওয়ামী লীগের ব্যানারে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভার নামে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় শনিবার দিবাগত রাতে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সালেককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সালেক ওই ওয়ার্ডের মেয়াদোর্ত্তীন যুবলীগের কমিটির সাধারণ সম্পাদক।
মামলার বাদী শামীম বলেন, শোকাবহ অগাস্ট উপলক্ষে নগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে মহানগর আওয়ামী লীগ। গত ৫ অগাস্ট বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে ৫ নম্বর ওয়ার্ডে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর মহানগর আওয়ামী লীগের ব্যানারে ব্যাপক চাঁদাবাজি করে গত ২৬ অগাস্ট ৫ নম্বর ওয়ার্ডে শোকসভার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, কতিপয় ব্যক্তি যারা সদ্য আওয়ামী লীগে যোগদান করে দলকে বির্তকের মধ্যে ফেলার জন্য চাঁদাবাজি করে প্রহসনের শোকসভা করেছেন। এজন্য ওইসব সদ্য আওয়ামী লীগে যোগদান করা ব্যক্তিরা আনোয়ার হোসেন সালেককে সামনে রেখে ব্যবহার করেছেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৭৬